Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল কারাগারে ফাঁসির আসামির আত্মহত্যার চেষ্টা


৩১ মার্চ ২০১৯ ১৮:৫১ | আপডেট: ৩১ মার্চ ২০১৯ ১৮:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: বরিশাল কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি মিজানুর রহমান (৪০) আত্মহত্যার চেষ্টা করেছেন।

রবিবার (৩১ মার্চ) ভোরে টয়লেট পরিস্কার করার তরল পান করে আত্মহত্যার চেষ্টা করেন ওই কয়েদি।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, কয়েদি মিজানুর রহমান বাথরুমে গিয়ে টয়লেট ক্লিনার পান করেন। এতে তিনি অসুস্থ্ হয়ে পড়লে প্রথমে কারা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

ফাঁসির দন্ডপ্রাপ্ত মিজানুর রহমানের কয়েদি নম্বর ৫৯৩৯। তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলার পশ্চিম চাঁদকাঠী গ্রামে। স্ত্রীকে হত্যার দায়ে ২০১০ সালে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে ফাঁসির দণ্ড দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

ফাঁসির আসামি বরিশাল কারাগার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর