Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাটকা ধরার দায়ে লক্ষ্মীপুরে ৬ জেলের দণ্ড


৩১ মার্চ ২০১৯ ১৯:১০

লক্ষ্মীপুর: নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরায় লক্ষ্মীপুরে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩১ মার্চ) সারাদিনে এদের গ্রেফতার করা হয়।

সবশেষ সন্ধ্যায় রায়পুরের উত্তর চরবংশী এলাকা থেকে ট্রাকভর্তি জাটকাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

এর আগে দিনের বিভিন্ন সময় ছয় জেলেকে গ্রেফতার করে ভ্রাাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেন।

এদের মধ্যে আটককৃত তাজুল ইসলাম, আবুল কালাম, সুফিয়ান হোসেন, সালাহ উদ্দিন, মোস্তফা, আবু কালামকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান। তিনি জানান, সদর উপজেলা থেকে আটক চার জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া ভোলার রাজাপুর মো. রাজিবকে পাঁচদিনের কারদণ্ড এবং কুমিল্লার হোমনার বাসিন্দা হুমায়ুন কবিরকে অর্থদণ্ড করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম মহিব উল্ল্যাহ জানান, ইলিশ উৎপাদন বাড়াতে ও জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসময় মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও সংরক্ষণ করা নিষিদ্ধ। এ আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।

সারাবাংলা/এসএমএন

জাটকা_সংরক্ষণ_সপ্তাহ জেলে আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর