Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউ’তে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা হবে: নাসিম


১ এপ্রিল ২০১৯ ১৬:১৮

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। সোমবার (১ এপ্রিল) বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নাসিম বলেন, ‘খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তার সুচিকিৎসার জন্য সরকার আন্তরিক। আমার চাই তার সুচিকিৎসা হোক। বিশ্বের উন্নত মানের চিকিৎসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে। বিএসএমএমইউতে মুমূর্ষু অবস্থায় আমাদের সাধারণ সম্পাদকের সুচিকিৎসা করা হয়েছে। এটা উপমহাদেশের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠিও স্বীকার করেছেন।’

বিজ্ঞাপন

প্রশাসনের কর্মকর্তাদের সমালোচনা করে তিনি বলেন, ‘একটি দেশের সরকার বিভিন্ন বিষয়ে নীতিনির্ধারণ করে সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু সরকারের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার দায়িত্ব হলো সরকারের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও অধিদফতরের। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের প্রশাসনে যারা থাকেন তারা দায়িত্ব পালন করতে চান না। তাদের ব্যর্থতা, দুর্নীতি, অনিয়ম আমাদের রাষ্ট্রব্যবস্থা ও সরকারকে ব্যর্থ করে দেয়।’

বিএনপির কঠোর সমালোচনা করে ১৪ দলের মুখপাত্র বলেন, ‘বিএনপি-জামায়াত জোট মাঠের রাজনীতির ছেড়ে বিভ্রান্তির রাজনীতি শুরু করেছে। তারা হতাশ হলেও তাদের চক্রান্ত থেমে নেই। এফ আর টাওয়ারের মালিককে গ্রেফতার করার পর তারা সংবাদ সম্মেলন করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপি নেতারা কি অপরাধ করতে পারে না? অপরাধীদের পক্ষ নিয়েই আজ দলটি জনবিচ্ছিন্ন হয়ে গেছে।’

বিজ্ঞাপন

এসময়ে তিনি ১৪ দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- এপ্রিলের ১০-১১ তারিখে মতিঝিল অভিভাবক সমাবেশ, ১৫-১৬ তারিখে রাজনৈতিক, সামাজিক, সংবাদিক, শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক। ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে ১৯ তারিখ শিখা চিরন্তনে সমাবেশ।

এছাড়া রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার কথাও জানান নাসিম।

সারাবাংলা/এমএমএইচ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর