সুদীপ্ত হত্যা: প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠির পর গ্রেফতার ১
১ এপ্রিল ২০১৯ ১৯:৪৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় জিয়াউল হক ফয়সাল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (০১ এপ্রিল) একই মামলায় গ্রেফতার হওয়া অপর এক আসামির জবানবন্দির ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পিবিআই।
এদিকে, সুদীপ্তকে হত্যা করতে যাবার সময় আসামিদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে নগরীর খুলশী থানার ঢেবারপাড় এলাকা থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়।
এরপর বিকেল ৪টার দিকে নগরীর দেওয়ানহাট এলাকা থেকে জিয়াউল হক ফয়সালকে গ্রেফতার করা হয় বলে সারাবাংলাকে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।
তিনি বলেন, মোক্তার নামে একজন আসামির জবানবন্দিতে জিয়াউলের বিষয়ে আমরা তথ্য পেয়েছিলাম। হত্যাকাণ্ড ঘটানোর জন্য মোক্তার ও জিয়াউল একই মোটরসাইকেলে করে ঘটনাস্থলে গিয়েছিল।
উল্লেখ্য, ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে দক্ষিণ নালাপাড়ার নিজ বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। এ ঘটনায় সুদীপ্তর বাবা সদরঘাট থানায় অজ্ঞাতপরিচয় ৭-৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি প্রথমে নগরীর সদরঘাট থানা পুলিশ তদন্ত করলেও কয়েক মাস আগে এর তদন্তভার যায় পিবিআই’র হাতে।
সম্প্রতি সুদীপ্ত বিশ্বাসের বাবা মেঘনাদ বিশ্বাস ছেলে হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লেখেন। এতে তিনি দীর্ঘদিন ধরে মামলাটি ধামাচাপা পড়ে থাকায় বিচার নিয়ে হতাশা প্রকাশ করেন।
এর কয়েকদিনের মধ্যেই প্রায় ধামাচাপা পড়া সুদীপ্ত হত্যা মামলা আবারও আলোচনায় এলো জিয়াউলকে গ্রেফতারের মধ্য দিয়ে।
এই মামলায় এর আগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছিল। এদের মধ্যে কয়েকজন তাদের জবানবন্দিতে সুদীপ্তকে হত্যার নির্দেশদাতা হিসেবে এক রাজনৈতিক ‘বড় ভাইয়ের’ কথা উল্লেখ করে। তবে ‘বড় ভাইয়ের’ পরিচয় এখনো জানা যায়নি।
সারাবাংলা/আরডি/আরএ