বিএনপির সাবেক সংসদ সদস্য মোমিন ও তার স্ত্রীকে তলব
১ এপ্রিল ২০১৯ ২১:২৮ | আপডেট: ১ এপ্রিল ২০১৯ ২১:৪৩
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় স্থাবর ও অস্থায়ী সম্পদের হিসাব গোপন রাখার অভিযোগে বগুড়া-৩ আসন থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার ও তার স্ত্রী মাসুদা মোমিনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দদুক)।
সোমবার ( ১ এপ্রিল) সন্ধ্যায় সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনে মিথ্যা তথ্য দাখিল এবং সম্পদের তথ্য গোপন করায় কমিশন তাদেরকে তলব করেছে। দুদকের উপপরিচালক মলয় কুমার সাহার সই করা পৃথক চিঠিতে আগামী ১১ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১টায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য কমিশনে হাজির থাকতে বলা হয়েছে।
সারাবাংলা/এসজে/টিআর