Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা


২ এপ্রিল ২০১৯ ০৬:০৭

আশুলিয়া: পারিবারিক কলহের জের ধরে আশুলিয়ায় পিয়ার আলী (৪০) নামে এক ব্যক্তি স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১ মার্চ) আশুলিয়ার কুরগাঁও বটতলা এলাকার নিজ বাড়ি থেকে নিহতদের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, সোমবার পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে বুলবুলী খাতুনকে তার স্বামী পিয়ার আলী শ্বাসরোধ করে হত্যা করে। এরপরে পিয়ার নিজেও ঘরের সিলিং ফ্যানের  সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। নিহত ওই দম্পতির ১৪ বছরের এক ছেলে সন্তান রয়েছে।তাদের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ফতেপুর গ্রামে।

বিজ্ঞাপন

জানা গেছে, নিহত পিয়ার আলী সৌদি আরব থাকতেন। তার স্ত্রী ওই এলাকায় বিভিন্ন ছেলে-মেয়েদের প্রাইভেট পড়াতেন। গতকাল রাতে তিনি সৌদি আরব থেকে নিজের বাড়িতে আসেন।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই সালাম বলেন, ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এমআই

আত্মহত্যা

বিজ্ঞাপন

বিকেলে বিএনপির যৌথ সভা
২২ এপ্রিল ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর