Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে কারাগারে


২ এপ্রিল ২০১৯ ১৭:২৮

ঢাকা: পুরান ঢাকার চুড়িহাট্টায় আগুনের ঘটনায় দায়ের করা মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে মো. হাসান ও সোহেল ওরফে শহীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।

এরআগে, গত ১১ মার্চ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এই আসামিদের তিন সপ্তাহের আগাম জামিন দেন। জামিনের মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার হাইকোর্টের দেওয়া ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামিরা আত্মসমর্পণ করে আদালতে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ আসামিদের জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে চকবাজারের চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনে আগুন লাগে। এতে মোট ৭১ জনের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা আসিফ চকবাজার মডেল থানায় ওয়াহেদ ম্যানসনের মালিকের বিরুদ্ধে মামলা করেন।

সারাবাংলা/ইউজে/এমএনএইচ

আরও পড়ুন: আগুনের ভিডিও সরবরাহকারীকে ওয়াহেদ ম্যানসন মালিকের হুমকি

চকবাজারের চুড়িহাট্টায় আগুন

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর