Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে শিক্ষার্থীদের বিষ প্রয়োগের সন্দেহে শিক্ষক আটক


২ এপ্রিল ২০১৯ ১৯:২০

চীনের মধ্যাঞ্চলে ২৩ শিশু শিক্ষার্থীকে বিষ প্রয়োগের ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক কিন্ডারগার্টেনে শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার (২৭ মার্চ) হেনান প্রদেশের জিয়াউযৌ শহরের এক কিন্ডারগার্টেনে এই ঘটনা ঘটে। খবর বিবিসির।

গত বুধবার সকালের নাস্তা খাওয়ার পরপরই শিক্ষার্থীরা বমি করা শুরু করে। অজ্ঞান হয়ে পড়ে অনেকে। শিশুদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এই ঘটনা পুলিশ প্রকাশ করে সোমবার (১ এপ্রিল)।

বিজ্ঞাপন

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, শিক্ষার্থীদের খাবারে উচ্চ মাত্রায় সোডিয়াম নাইট্রাইট মেশানো ছিল। কিন্তু এ বিষ মেশানোর পেছনে গ্রেফতারকৃতের কী উদ্দেশ্য থাকতে পারে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

তবে চীনা গণমাধ্যম পুলিশ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গ্রেফতারকৃত শিক্ষক তার এক সহকর্মীর ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল।

এদিকে, এক শিক্ষার্থীর অভিভাবক বলেছে, স্কুল থেকে তার কাছে বিষ প্রয়োগের ঘটনার খবর যায়। তিনি হাসপাতালে পৌঁছে দেখেন তার সন্তানের চিকিৎসা চলছে।

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এক শিশু গুরুতরভাবে আহত হয়েছে। এছাড়া ১৫ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যম অনুসারে, কিন্ডারগার্টেনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর শিক্ষার্থীদের সাময়িকভাবে অন্যান্য স্কুলে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/আরএ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর