ঢাকা ব্যাংকের সেই কর্মকর্তা ঢাকায় গ্রেফতার
২ এপ্রিল ২০১৯ ২২:৫০ | আপডেট: ২ এপ্রিল ২০১৯ ২৩:১১
ঢাকা: অর্থ আত্মসাতের মামলায় ঢাকা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার গোলাম সাঈদ রাশেবকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, তিনি ফেনী শাখার ৩৮ জন গ্রাহকের ৭ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৮ সালের জুন মাস থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ঢাকা ব্যাংকের ফেনী শাখার ৩৮ জন গ্রাহকের হিসাব থেকে বিভিন্ন ব্যক্তির হিসাবে টাকা স্থানান্তর করেন সাঈদ। পরস্পর যোগসাজশে সেই টাকা তুলে তিনি আত্মসাৎ করেন। এই ঘটনায় ঢাকা ব্যাংকের ব্যবস্থাপক আক্তার হোসেন গত ১৯ মার্চ ফেনী সদর থানায় গোলাম সাঈদ রাশেব এবং ব্যাংকটির ওই শাখার ক্যাশিয়ার আবদুর সামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে পালিয়েছেন ঢাকা ব্যাংক কর্মকর্তা
সারাবাংলা/এসজে/এটি