Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবস্থান থেকে সরে দাঁড়ালেন অর্থমন্ত্রী


৩ এপ্রিল ২০১৯ ০০:৪১ | আপডেট: ৩ এপ্রিল ২০১৯ ০০:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাত শতাংশ সরল সুদে খেলাপি ঋণ পরিশোধের সুযোগ দেওয়ার ঘোষণা দিলেও নিজের অবস্থান থেকে সরে তা ৯ শতাংশ করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর শের-ই বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আকস্মিক এক সংবাদ ব্রিফিং করে তিনি এ তথ্য জানান।

এই সুদের হার ৯ শতাংশে সংশোধন করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যারা ভালো ঋণ গ্রহীতা, চেষ্টা করছেন ঋণ পরিশোধ করার, তাদেরকে আমরা রিলিফ দিচ্ছি। রিলিফটি হলো তাদের দুই পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আর সরল সুদে ৯ পার্সেন্ট হারে এই টাকার সুদ দিতে হবে।’ তিনি জানান, এর আগে সাত শতাংশ ছিল, এটা এখন ফাইনালি ৯ শতাংশ করা হয়েছে। ৯ শতাংশ হলো বেঞ্চমার্ক, এখন কেউ আপত্তি করতে পারবে না। সাত শতাংশ কম ছিল, এখন ৯ করে দিয়েছি।’

বিজ্ঞাপন

অর্মথন্ত্রী বলেন, ‘এই সুযোগ নিয়ে যারা ঋণ শোধ করতে না পারার ‘যৌক্তিক’ কারণ ব্যাখ্যা করতে পারবেন, তাদেরকে মোট ঋণের দুই শতাংশ ডাউন পেমেন্টে ৯ শতাংশ সুদে ১২ বছরে ওই টাকা (খেলাপি ঋণ) পরিশোধের সুযোগ দেওয়া হবে। আমার বিশ্বাস এবার সবাই লাভবান হবে। ব্যাংকও লাভবান হবে, ব্যাংকের কস্ট অব ফান্ড যা আছে সেটাও রিকভার করতে পারবে। আর যারা টাকা দিচ্ছেন, টাকা তারাও ভালভাবে দিতে পারবেন।’

এছাড়া আগামী অর্থবছরের বাজেট এবারের চেয়ে ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকা বেশি হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘এই অর্থ জোগানে রাজস্ব আহরণ বাড়ানোর ওপর জোড় দেওয়া হবে। রাজস্ব আয় বাড়াতে হবে, কারণ চাহিদা বেশি। এনবিআর ও নন-এনবিআর মিলিয়ে কত আদায় হয় দেখব। তবে এক টাকাও কর বাড়ানো হবে না। তবে করের আওতা বাড়িয়ে রাজস্ব আহরণ বাড়ানো হবে। করের আওতা বাড়ানোর অনেক সুযোগ রয়েছে।’

পুঁজিবাজার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের পুঁজিবাজার শক্তিশালী না হওয়ার কারণ আমার পুরোপুরি জানা নেই। হতে পারে যে কাজগুলো করার দরকার, তা আমরা করতে পারছি না। হতে পারে দেশের পুঁজি বাজারের খেলোয়াড়রা সুশিক্ষিত নন।’ পুঁজিবাজারকে আর্থিক ও রাজস্ব দুই ধরনেরই সহায়তার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘পুঁজিবাজারের সঙ্গে প্রতি মাসে একবার বৈঠক করা হবে। ইউনিভার্সিটির মতো ক্লাস হবে। অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পুঁজিবাজার বিষয়ক এই ক্লাস নেবেন।’ তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক মৌলভিত্তি শক্তিশালী হলে বাজারও শক্তিশালী হবে, যদিও এখনকার বাজার স্থিতিশীল আছে। হইচই হচ্ছে না।’

সারাবাংলা/জেজে/এমআই

অর্থমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর