Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর ভাষানটেকে রিকশাচালক খুন


২৪ জানুয়ারি ২০১৮ ১৩:৫৮

ঢামেক করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর ভাষানটেক লালসড়াইয়ে একটি বস্তিতে তাজুল ইসলাম (৪০) নামের এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মৃত তাজুল কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দীঘদাইর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

লালসড়াই ১৫ নম্বর জাহাঙ্গীরের বস্তির পিছনে মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ আজ বুধবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

তাজুল ইসলামের আত্মীয় আবুল বাশার বলেন, ‘তাজুল ইসলাম পেশায় রিকশাচালক। লালসড়াই ২৫/১ নম্বর হাশেমের বাড়িতে  স্ত্রী নার্গিস আক্তার ও দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন।’

তিনি আরও বলেন, “তাজুল গত ২ মাস আগে আল আমিন নামের একজনের সাথে ভাগে একটি রিকশা কেনে। রিকশাটি তিনি নিজেই চালাতেন। গতকাল (২৩ জানুয়ারি) সন্ধ্যায় আল আমিন তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাত ৯টার দিকে আল আমিনের সহযোগী ইদ্রিস তাদের ফোন দিয়ে বলে, ‘তাজুল আহত অবস্থায় জাহাঙ্গীরের বস্তির পিছনে পড়ে আছে, তাকে স্থানীয় মার্কস হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।’ পরে আমরা ওই হাসপাতালে গিয়ে তাজুলকে আহত অবস্থায় দেখতে পাই। সেখান থেকে রাত সাড়ে ১০টায় তাকে হৃদরোগ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাজুলকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ বাসায় নিয়ে আসা হয়।”

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘গত রাত দেড়টার দিকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তাজুলের মাথার পিছনে কয়েকটি আঘাতসহ শরীরের বেশকিছু জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।’

বিজ্ঞাপন

জহিরুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় রাতেই আল আমিন ও ইদ্রিসকে আটক করা হয়। জানা গেছে আল আমিনের সঙ্গে তাজুলের রিকশা ভাড়াকে কেন্দ্র করে তাদের ভেতর দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে তাজুল ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পরে তাদের স্বীকারোক্তিতে জড়িত আরও ৪জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/আইজেকে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর