Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা’য় আজকের কার্টুন : মোকাব্বিরের শপথ


৩ এপ্রিল ২০১৯ ০৮:৪৮ | আপডেট: ৩ এপ্রিল ২০১৯ ০৮:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের মোকাব্বির খান। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। তবে গণফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, দলীয় অনুমতি ও সিদ্ধান্তের বাইরে গিয়ে ‘বেআইনি’ প্রক্রিয়ায় মোকাব্বির খান শপথ নিতে চিঠি দিয়েছিলেন স্পিকারকে। দলটির নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী সোমবার (১ এপ্রিল) রাতে সারাবাংলাকে বলেন, গণফোরামের প্যাডেই তিনি চিঠি পাঠিয়েছেন। তবে দলের গঠনতন্ত্র অনুযায়ী সেই প্যাড ব্যবহারের অনুমতি ও অধিকার রয়েছে কেবল সাধারণ সম্পাদকের।  তিনি নিজে বা তার অনুমোদিত কোনো ব্যক্তি ওই প্যাড ব্যবহার করতে পারবেন। মোকাব্বির খান দলের সাধারণ সম্পাদককে না জানিয়ে যেভাবে ওই প্যাড ব্যবহার করেছেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী তিনি বেআইনি কাজ করেছেন

বিজ্ঞাপন

আরও পড়ুন:

শপথ নিলেন গণফোরামের মোকাব্বির খান

গণফোরামের প্যাডে স্পিকারকে মোকাব্বিরের চিঠি, দল জানেই না!

 

সারাবাংলা/এনএইচ

 

 

একাদশ জাতীয় নির্বাচন এমপিদের শপথ গণফোরাম মোকাব্বির খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর