Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ ঘণ্টা অবস্থানের পর নুরকে সঙ্গে নিয়ে গেল প্রশাসন


৩ এপ্রিল ২০১৯ ০৯:১৭

হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরসহ বেশ কয়েকজন শিক্ষার্থী মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। তবে ১৪ ঘণ্টা অবস্থানের পর বুধবার (৩ এপ্রিল) সকাল ৮ টা ৫৮ ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে প্রক্টরিয়াল বডি আলোচনার জন্য একটি মাইক্রোতে করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নুরকে নিয়ে যায়। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বদরুজ্জামান ভূইঁয়া ও সোমা ইসলাম।

বিজ্ঞাপন

আরও পড়ুন: হামলার বিচার দাবিতে খোলা আকাশের নিচে রাত কাটল ভিপি নুরের

এর আগে, সোমবার (১ এপ্রিল) দিবাগত রাতে সলিমুল্লাহ মুসলিম হলের এক ছাত্রকে বেদম মারধর করা হয়। তার প্রতিবাদ জানাতে যান ডাকসুর ভিপি নুরসহ অনেকে সেখানে গিয়ে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে সন্ধ্যা সাতটার দিকে হল প্রাধ্যক্ষের প্রহরায় বের হবার সবার সময় হামলার শিকার হন তিনিসহ আরও কয়েকজন।

এই ঘটনার বিচার দাবিতে নুরসহ অন্তত ২৫-৩০জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন।

সারাবাংলা/কেকে/এনএইচ

অবস্থান কর্মসূচি ভিপি নুর হামলার প্রতিবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর