Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অগ্রণী ব্যাংকের ২৫৮ কোটি টাকা আত্মসাত: ৫ জনের বিরুদ্ধে মামলা


৩ এপ্রিল ২০১৯ ১৪:৫০ | আপডেট: ৩ এপ্রিল ২০১৯ ১৫:২৫

ঢাকা: অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ঋণের টাকা পরিশোধ না করে জালিয়াতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে ২৫৮ কোটি ৫৬ লাখ টাকা আত্মসাতের দায়ে নুরজাহান গ্রুপের মাররীন ভেজিটেবল ওয়েল লিমিটেডের চেয়ারম্যান ও তিন ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চট্টগ্রামের ডবল মুরিং থানায় দুদকের সহকারী পরিচালক নিয়ামুল আহসান গাজী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক পরিচালক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে একটি এ অনুসন্ধানকাজ পরিচালনা করে।

বিজ্ঞাপন

বুধবার(৩ এপ্রিল) দুপুরে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- নুরজাহান গ্রুপের মাররীন ভেজিটেবল ওয়েল লিমিটেডের চেয়ারম্যান টিপু সুলতান, এমডি জহির আহমেদ, অগ্রণী ব্যাংকের প্রাক্তন সিনিয়র অফিসার ত্রিপদ চাকমা, প্রাক্তন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রমিজ উদ্দিন এবং ব্যাকটির প্রাক্তন ডিজিএম বেলায়েত হোসেন।

দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখাসহ বিভিন্ন শাখা থেকে ঋণের টাকা পরিশোধ না করে জালিয়াতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে ২৫৮ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৩৭৩ টাকা আত্মসাত করেছেন। যা দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

 সারাবাংলা/এসজে/জেএএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর