Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের তলব হাইকোর্টে স্থগিত


৩ এপ্রিল ২০১৯ ১৫:৪০

ঢাকা: এ বি এম রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশের কার্যকরিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আদালত। জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিবের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

বুধবার (৩ এপ্রিল) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রুহুল আমিন হাওলাদারের আইনজীবী এ এম আমিন উদ্দিন জানিয়েছেন, আদালতের আদেশের ফলে আগামীকাল (৪ এপ্রিল) দুদকে হাজির হতে হচ্ছে না। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

গত ২৮ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে তলব করে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। নোটিশে তাকে ৪ এপ্রিল সকাল সাড়ে ৯টায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।

দুদক সূত্র জানায়, রুহুল আমিন হওলাদারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সারাবাংলা/এজেডকে/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর