Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


৩ এপ্রিল ২০১৯ ১৬:৫২

রংপুর: রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল ভবনে বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মৃত খাদেমুল ইসলাম (২৫) রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের উত্তর বিড়াবাড়ি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক মানিক মিয়া জানান, বুধবার সকালে নির্মাণাধীন ভবনের ছাদের ওপরে রড উত্তোলনের সময় আরেক ভবনের দেয়ালে লাগানো বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে খাদেমুল ঘটনাস্থলেই মারা যান।

নিয়ম বহির্ভুতভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগের ব্যাপারটি অস্বীকার করে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত পরিচালক মো. মিরাজুল মুহসিন বলেন, এটি একটি দুর্ঘটনা। এর জন্য কাউকে দায়ী করা অনর্থক। আমরা মৃতের পরিবারের সঙ্গে কথা বলে মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

বিদ্যুৎ সংযোগটির ব্যাপারে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড রংপুর এর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ নেসকোর নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, হাসপাতালের বিদ্যুৎ সংযোগের বিষয়টি নিয়ে অনেকে অভিযোগ করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

সারাবাংলা/এমএইচ

নির্মাণ শ্রমিক মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর