Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন


৩ এপ্রিল ২০১৯ ১৭:১৫

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলায় মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও এক বছর কারাগারে রাখারও আদেশ দিয়েছেন বিচারক।

বুধবার (৩ এপ্রিল) কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. রুবেল হোসেন (৩৮) জেলার ভেড়ামারা উপজেলার বৃত্তিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৭ সালে ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে রুবেলের কাছে ৭৫০ গ্রাম হেরোইনের প্যাকেট পায় র‌্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)(খ) ধারায় মামলা ভেড়ামারা থানায় মামলা করেন র‌্যাব-১২ ক্যাম্পের ইনচার্জ আবুল হাসান শেখ। একই বছর ৩০ নভেম্বর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

কুষ্টিয়া জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ নন্দী বলেন, শুনানি শেষে আদালত রুবেলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। রায় ঘোষণার সময় আসামি রুবেল হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ

মাদক মামলা যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর