Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফারুক-মুকুল-তাসভিরসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক


৩ এপ্রিল ২০১৯ ১৭:২৪

ঢাকা: নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বনানীর এফ আর টাওয়ার সংশ্লিষ্ট চারজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এরা হলেন, এফ আর টাওয়ারের জমির মালিক এস এম এইচ আই ফারুক হোসেন, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, কাশেম ড্রাইসেল ব্যাটারি ও এফ আর টাওয়ারের বর্ধিত অংশের মালিক তাসভীর উল ইসলাম এবং রাজউকের ইমারত শাখার সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন।

সূত্র জানায়, এদিন কমিশনের নির্ধারিত বৈঠকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদক প্রধান কার্যালয় থেকে সংস্থাটির উপ-পরিচালক আবু বকর সিদ্দিককে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, ঘুষ দিয়ে রাজউক কর্মকর্তাদের সহযোগিতায় ১৮ তলা অনুমোদন নিয়ে এফ আর টাওয়ার ২৩ তলা পর্যন্ত বর্ধিত করা হয়। এছাড়া এফ আর টাওয়ার ভবন এবং জমির মালিকদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এসেছে দুদকের হাতে।

সারাবাংলা/এসজে/এটি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর