‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি’ বাস্তবায়নের সুপারিশ
৩ এপ্রিল ২০১৯ ২১:৫২
ঢাকা: প্রধানমন্ত্রীর ‘দুনীতির বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি গ্রহণ’ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বুধবার (৩ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এইচ এন আশিফুর রহমান এর সভাপতিত্ব করেন বৈঠকে। এতে আরও অংশ নেন কমিটি সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, আ.স.ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, দীপংকর তালুকদার, পনির উদ্দিন আহমেদ ও ফেরদৌসী ইসলাম।
বৈঠকে প্রধানমন্ত্রীর ‘দুনীতির বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি গ্রহণ’, ভূমি অধিগ্রগহণের ক্ষেত্রে ভূমির মূল্য ও ক্ষতিপুরণ নির্ধারণের বিদ্যমান ব্যবস্থা পর্যালোচনা এবং ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণ প্রক্রিয়ার অগ্রগতি ও প্রতিবন্ধকতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, বৈঠকে জানানো হয়, প্রধানমন্ত্রীর ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি গ্রহণ’ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয়/বিভাগ ও সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ১৩টি নির্দেশনা ব্যস্তবায়নের জন্য চিঠি দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বৈঠকে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ভূমির মূল্য ও ক্ষতিপূরণ নির্ধারণের বিদ্যমান ব্যবস্থা যৌক্তিকীকরণের বিষয়ে ভূমি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। এছাড়া ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণ প্রক্রিয়া, প্রতিবন্ধকতা ও ভূমির স্থানভেদে মূল্য পর্যালোচনার বিষয়ে ভূমি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করে কমিটি।
সারবাংলা/এএইচএইচ/এমএনএইচ