Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁও বাজারের আগুন নিয়ন্ত্রণে


৪ এপ্রিল ২০১৯ ০৫:৪৪

ঢাকা: রাজধানীর খিলগাঁও বাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) দিলীপ কুমার ঘোষ সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা এখন ঘটনাস্থল ঘুরে দেখব। খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করব। তারপরই বলতে পারব আগুন কেন লেগেছে।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দেওয়া সর্বশেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। স্থানীয়দের অনেককেও ফায়ার সার্ভিসকর্মীদের সঙ্গে কাজ করতে দেখা গেছে। তবে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের কর্মীদের পানি সংকটে পড়তে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, খিলগাঁও ফ্লাইওভার সংলগ্ন বাজারে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ফ্লাইওভারের ওপর থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। এছাড়া বাজারের যেসব দোকানে আগুন লাগেনি, সেসব দোকানের মালিকদের অনেকেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। এসব মালিকদের নিজ নিজ দোকান থেকে সাধ্যমতো মালামাল বের করে নিতে দেখা গেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, এই বাজারে কাপড়, মুদি, প্লাস্টিকসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানের সংখ্যা বেশি।

সারাবাংলা/এজেডকে/এসবি

আগুন নিয়ন্ত্রণে

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর