Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ভোটের ব্যবধানে ব্রেক্সিট পেছানোর প্রস্তাব পাস


৪ এপ্রিল ২০১৯ ০৯:৫০

ব্রেক্সিট চুক্তি কার্যকর হওয়া আবারো পেছাতে প্রস্তাব পাস হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে। বুধবার (৩ এপ্রিল) এক ভোটের ব্যবধানে প্রস্তাবটি পাস হয়। খবর বিবিসির।

পাস হওয়া প্রস্তাব অনুসারে, প্রধানমন্ত্রী টেরিজা মে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) কাছে ব্রেক্সিট কার্যকরের সময়সীমা পেছানোর অনুরোধ করবেন। চুক্তিহীন ব্রেক্সিট এড়াতে এই পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ এমপিরা। বিরোধীদল লেবার পার্টির ইভেট কুপার নেতৃত্বাধীন প্রস্তাবটি একদিনে এক ভোটের ব্যবধানে পাস হয় ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্স থেকে। প্রস্তাবটির পক্ষে ও বিপক্ষে ভোট পড়ে যথাক্রমে ৩১৩ ও ৩১২টি।

বিজ্ঞাপন

তবে আইনে পরিণত হতে হলে প্রস্তাবটি উচ্চকক্ষ হাউজ অব লর্ডস থেকে অনুমোদিত হতে হবে। বৃহস্পতিবার এ বিষয়ে কক্ষটিতে ভোট অনুষ্ঠিত হবে। যদিও ব্রেক্সিট কার্যকরের সময়সীমা বাড়ানো হবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করে ইইউ’র ওপর।

এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, মন্ত্রীরা প্রস্তাবটির পক্ষে ভোট দেওয়ায় সরকার হতাশ হয়েছে। উল্লেখ্য, এর আগ দিয়েই লেবার পার্টির প্রধান জেরেমি করবিনের সাথে ব্রেক্সিটের জটিলতা ভাঙতে এক বৈঠক করেন মে। উভয় পক্ষ বৈঠকটিকে গঠনমূলক হিসেবে বর্ণনা করেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) তাদের পুনরায় আলোচনা করার কথা রয়েছে।

এদিকে, পার্লামেন্টের চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড জানিয়েছেন, তিনি প্রত্যাশা করছেন ব্রাসেলস এবার দীর্ঘ সময়ের জন্য ব্রেক্সিট কার্যকর পেছাবে। পাশাপাশি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একটি গণভোটের আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, প্রাথমিকভাবে গত ২৯ মার্চ কার্যকর হওয়ার কথা ছিল ব্রেক্সিট। কিন্তু বর্তমান চুক্তিটি ব্রিটিশ এমপিদের সংখ্যাগরিষ্ঠের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় ও নতুন কোন চুক্তিতে পৌঁছতে না পারায়, ব্রেক্সিট কার্যকরের তারিখ ১২ এপ্রিল পর্যন্ত পেছায় ইইউ। তবে শর্ত বেঁধে দেওয়া হয় যে, এই সময়ের মধ্যে নতুন কোনো চুক্তিতে না পৌঁছাতে পারলে বর্তমান চুক্তি অনুসারেই কার্যকর হবে ব্রেক্সিট।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএ

ব্রেক্সিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর