Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২০ থেকে রেল লিজে নয়, সংসদীয় কমিটির সুপারিশ


৪ এপ্রিল ২০১৯ ১০:০৮

ঢাকা: লিজে না দিয়ে রেলওয়ের নিজস্ব জনবলের মাধ্যমেই রেল পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি। তবে এখন থেকেই নয়, ২০২০ সাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রণালয়কে যথাযথ পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়েছে কমিটির পক্ষ থেকে।

বুধবার (৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এই সুপারিশ ও পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞাপন

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, মো. শফিকুল আজম খাঁন, মো. সাইফুজ্জামান, নাছিমুল আলম চৌধুরী, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এবং নাদিরা ইয়াসমিন জলি অংশ নেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের বিভিন্ন শূন্য পদে জরুরিভিত্তিতে জনবল নিয়োগের কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়েছে। এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা বিষয়ে পৃথক দু’টি কমিটিও গঠন করা হয়েছে বৈঠকে। এর মধ্যে ভূমি ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়নের জন্য গঠিত তিন সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে মো. শফিকুল আজম খাঁনকে। অন্যদিকে, রেলপথ মন্ত্রণালয়ের বেহাত হওয়া ভূমি উদ্ধারের জন্য মো. সাইফুজ্জামানকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে আরেকটি কমিটি।

এছাড়া বৈঠকে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কোচগুলোর অনিয়ম তদন্ত করে প্রতিবেদন দিতে আসাদুজ্জামানান নূরকে আহ্বায়ক করে দুই সদস্যের আরও একটি কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/টিআর

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সংসদীয় কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর