‘বোয়িং-এর নির্দেশনা মানার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন পাইলটরা’
৪ এপ্রিল ২০১৯ ১৫:৪২
বিধ্বস্ত হওয়ার পূর্ব মুহূর্তে ইথিওপিয়ায় যাত্রীবাহী বিমানের পাইলটরা বোয়িং-এর নিরাপত্তা নির্দেশনা বারবার মানার চেষ্টা করেছেন। তবুও তারা বিমানটি নিয়ন্ত্রণে নিতে পারেননি। তদন্ত প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির যোগাযোগ মন্ত্রী ডাগমাওটি মোজেস। তিনি দাবি করেন, চেষ্টা করেও বিমানের পাইলটরা বিমানটি রক্ষা করতে পারেনি। খবর বিবিসির।
গত ১০ মার্চ, ১৫৭ জন আরোহী নিয়ে ফ্লাইট ইটি-৩০২, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে রওনা করে। উড্ডয়নের মাত্র ছয় মিনিট পর বিমানটি বিধ্বস্ত হয়। সুনির্দিষ্ট কোন কারণ ছাড়াই বোয়িং ৭৩৭-ম্যাক্স মডেলের বিমানটি বিধ্বস্ত হওয়ায়, বিশ্বের বিভিন্ন দেশ এই মডেলের বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে।
এর আগে, গত বছরের অক্টোবরে ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের একই মডেলের বিমান উড্ডয়নের পরপরই কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় মারা যান ১৮৯ জন বিমানযাত্রী।
পরপর একই ধরনের দুটি দুর্ঘটনা ঘটায় বিমানের ‘এন্টি স্টল’ নামে একটি ব্যবস্থার পরিবর্তন আনার চেষ্টা করছে বোয়িং। ধারণা করা হচ্ছে এই নিরাপত্তামূলক ব্যবস্থা অ্যান্টি-স্টলের কারণে বিমানের সামনের অংশ কিছুটা নিচু হয়ে থাকতো। যাকে বলা হচ্ছে ‘নোজ ডাইভ’। তাই স্বয়ংক্রিয় নোজ ডাইভ নিয়ন্ত্রণে বেগ পেতে হতো পাইলটদের।
মোজেস বলেন, বিমানটির ক্রুরা নির্মাতা বোয়িং-এর দেওয়া সব রকম নির্দেশনা মেনে চলার চেষ্টা করেছেন। দুর্ভাগ্যজনকভাবে ‘নোজ ডাইভিং’ তাদের নিয়ন্ত্রণে আসেনি।
সারাবাংলা/এনএইচ