Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বৃহস্পতিবার


২৪ জানুয়ারি ২০১৮ ১৫:৫৮

স্পেশাল করেসপন্ডেন্ট

আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বুধবার দুপুরে সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার নির্বাচন কমিশনে বৈঠক শেষে চূড়ান্ত তফসিল ঘোষণা করা হবে। তিনি আরও জানান, আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন হতে পারে। এটি হবে দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনের আগে কিছু আইনগত বাধ্যবাধকতা থাকে, তারই অংশ হিসেবে আজ আমরা স্পিকারের সঙ্গে দেখা করেছি। তার কাছে থেকে প্রয়োজনীয় নির্দেশনা নিয়েছি। নির্বাচন কমিশন সংসদ সচিবালয় থেকে বিধি নির্ধারিত যেসব সহযোগিতা পেতে পারে সেগুলো কখন, কিভাবে পেতে পারি তা নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনা হয়েছে।

আলোচনায় চূড়ান্ত না হলেও আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল ইসির কমিশন সভায় বসবে অন্যদিকে বিকেলে সংসদ সচিবালয় থেকে পরিপূর্ণ সিডিউল আমরা জানতে পারবো। ইতোমধ্যে আমরা নির্বাচনের ভোটার তালিকা পেয়ে গেছি।

এ প্রসঙ্গে শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের খসড়া তফসিল নিয়ে প্রধান নির্বাচন কমিশনার আলোচনা করেছেন। তারা কমিশন বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে। ইসির চাহিদা অনুযায়ী ভোটার তালিকা সংসদ সরবরাহ করেছে। তাতে ৩৪৮ জন সংসদ সদস্যদের নামের তালিকা দেওয়া হয়েছে। দু’জন এমপির মৃত্যুর পরে আসন শূন্য আছে।

এর আগে সকালে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, সংবিধান অনুযায়ী ২৩ ফেব্রুয়ারির আগেই এই নির্বাচন হতে হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এটি

রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী ঠিক করবে মনোনয়নবোর্ড : আইনমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর