Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেনিয়ার বিমানবন্দরে আগুন, প্রাণহানি ঘটেনি


৪ এপ্রিল ২০১৯ ১৭:০২

কেনিয়ার জমো কানাইট্টা আন্তর্জাতিক বিমানবন্দরে (জেকেআইএ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো প্রাণহানি হয়নি এবং বিমানযাত্রী-কর্মচারীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

কেনিয়া এয়ারপোর্টস অর্থরিটি(কেএএ) জানায়, মধ্যরাতে টার্মিনালের চেক-ইন কাউন্টার ৭ ও ৮-এ আগুনের সূত্রপাত হয়। ব্যাগি বেল্ট সিস্টেমে ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। আগুন লাগার পর বিমানবন্দরের একটি অংশের কাজ বন্ধ রাখা হয়।

বিজ্ঞাপন

কেনিয়ার স্থানীয় গণমাধ্যমের সংবাদে বলা হয়, এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক কাজ শুরু করার চেষ্টা করা হবে। তবে কত সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে তা জানানো হয়নি।

এর আগে, জমো কানাইট্টা আন্তর্জাতিক বিমানবন্দরে ২০১৮ সালের অক্টোবরে এর আগে আগুন লাগার ঘটনা ঘটেছিল।

সারাবাংলা/ এনএইচ

কেনিয়া বিমানবন্দরে আগুন