Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারের উপর অস্ত্র নিষেধাজ্ঞার সুপারিস আসিয়ানের


২৪ জানুয়ারি ২০১৮ ১৭:০০

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে আসিয়ান পার্লামেন্ট ফর হিউম্যান রাইটস (এপিআরএইচ)।

বুধবার দুপুরে ঢাকায় এপিআরএইচ দল এক সংবাদ সম্মেলনে এ কথা জানায়। কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ শেষে তারা  ভারত, চীন ও রাশিয়ার কাছে সুপারিশ করে, দেশগুলো যেন মিয়ানমারের কাছে  অস্ত্র বিক্রি না করে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মালয়েশিয়ান রাজনীতিবিদ চার্লস সেন্টিয়াগো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের সাবেক এমপি রিচারডা ডিনাডায়েরেক ও থাইল্যান্ডের এমপি লুইস নিগ।

রোহিঙ্গা সংকট বিষয়ে সেন্টিয়াগো প্রাধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, রোহিঙ্গাদের প্রয়োজনের সময় তিনি অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছেন। আমরা তার সাহসের প্রশংসা করি এবং তার পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, এপিআরএইচ-এর পক্ষ থেকে খুঁজে বের করার চেষ্টা করছি, রোহিঙ্গা সমস্যায় কীভাবে আমরা সাহায্য করতে পারি। আমরা রোহিঙ্গাদের মুখ থেকে তাদের অবস্থা শুনতে চেয়েছি।

সংবাদ সম্মেলনে এপিআরএইচ-এর পক্ষ থেকে পাঁচটি সুপারিশ করা হয়। এগুলো হচ্ছে, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফেরত যাওয়ার ব্যবস্থা করা, তাদের  সম্পদের ক্ষতিপূরণ দেওয়া, নিজ দেশে নাগরিকত্ব দেওয়া, রোহিঙ্গারা যখন দেশে ফিরে যাবে তখন সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের শান্তিরক্ষা সেনা মোতায়েন করা এবং তাদের গণতান্ত্রিক স্বাধীনতা দেওয়া।

সারাবাংলা/জেআইএল/এমএ

আসিয়ান এপিএইচআর রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর