Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক


৫ এপ্রিল ২০১৯ ০০:৩৮

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা, উন্নত চিকিৎসা এবং মুক্তির বিষয়ে বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে দলটির নেতারা। বৈঠকে দলের চেয়ারপার্সনের শারীরিক অবস্থার অবনতি সম্পর্কে বিস্তারিত জানানো হয় বলে জানিয়েছেন দলটির নেতারা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকের প্রায় পুরোটা সময়ই বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য ও মামলার বিষয়ে কূটনীতিকদের ব্রিফ করেন বিএনপি নেতারা।

বিজ্ঞাপন

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, এটি একটি নিয়মিত বৈঠক। প্রতি মাসেই আমরা কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করে থাকি। আজকের বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের নেত্রী খালেদা জিয়া গুরুত্বর অসুস্থতা ও তার মুক্তির প্রক্রিয়ার বিষয়টি আলোচনায় উঠেছে।

বৈঠকের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বক্তব্য দেন। তার বক্তব্যের পরে কূটনীতিকরা খালেদা জিয়ার অসুস্থতা, তার চিকিৎসা নিয়ে নানান প্রশ্ন করলে সেসবের উত্তর দেন নেতারা।

এসময় কয়েকজন কূটনীতিক জানতে চান- সরকারী হাসপাতালে কেনো তার চিকিৎসা সম্ভব না। জবাবে বিএনপি নেতারা সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন। পাশাপাশি খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে নেয়ার অপরিহার্যতার কারণও ব্যাখ্যা করেন। নেতারা বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে নেতারা কূটনীতিকদের বলেন, তিনি এতোই অসুস্থ হয়ে পড়েছেন এখন কক্ষেও চলাচল করতে পারছেন না। তাকে সবসময়ই সাহায্য করতে হচ্ছে। তার শোল্ডার ফ্রোজেন হয়ে যাচ্ছে, বাম হাত, ডান হাত নাঁড়াতে পারছেন না, হাঁটতে পারছেন না। মাথাও সোজা করে রাখতে পারছেন না। যিনি সুস্থ অবস্থায় গত বছর ফেব্রুয়ারি মাসে হেঁটে হেঁটে কারাগারে গেলেন। আজকে তাকে হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে।

বিজ্ঞাপন

এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শুনানি, উপজেলা নির্বাচনে ভোটারদের অনাগ্রহসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করেন নেতারা।

বৈঠকে জাপান, নরওয়ে, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, অস্ট্রেলিয়া, জার্মানি, তুরস্ক, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মরক্কো, সুইজারল্যান্ডসহ ২১টি দেশের কূটনীতিক অংশ নেন। এছাড়াও ছিলেন ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি সংস্থার কূটনীতিকরা। অন্যদিকে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি নেতা জেবা খান, মীর হেলাল, ইসরাক হোসেনসহ অন্যরা।

সারাবাংলা/এইচএ/এসবি

বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর