Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্যিকভাবে চালু হলো ‘ফাইভ জি’ সেবা


৫ এপ্রিল ২০১৯ ১৫:১৫

চলতি সপ্তাহে বিশ্বে প্রথম দুই দেশ হিসেবে বাণিজ্যিকভাবে ‘ফাইভ জি’ সেবা চালু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এই সেবা চালুর সঙ্গে সঙ্গে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য খুলে গেছে সম্ভাবনার নতুন সব সম্ভাবনার দ্বার। খবর বিবিসির।

দক্ষিণ-কোরিয়া ভিত্তিক প্রযুক্তি জায়ান্ট স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি এস১০ ফাইভ জি স্মার্টফোনটি বাজারের বর্তমান ফোনগুলোর চেয়ে ২০ গুণ বেশি গতিতে কাজ করতে সক্ষম।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শুক্রবার (৫ এপ্রিল) থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে গ্যালাক্সি এস১০ ফাইভ বিক্রি শুরু হয়েছে।

বিশ্বজুড়ে ফাইভ জি নেটওয়ার্ক তৈরির প্রতিযোগিতা শুরু হয়েছে। চালকহীন গাড়িসহ ভবিষ্যতে এই নেটওয়ার্ক অনেক গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে ব্যবহৃত হবে। এমনকি এই নেটওয়ার্ক সংশ্লিষ্ট নিরাপত্তাজনিত উদ্বেগ নিয়েও কাজ করছে বিভিন্ন দেশ।

ফাইভ জি

ফাইভ জি হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবার পঞ্চম প্রজন্ম। এই সেবা ব্যবহারকারীরা দ্রুত তথ্য পাবেন। পাশাপাশি এর পরিধিও হবে বিস্তৃত ও স্থিতিশীল।

এই সেবা চালু হলে প্রাথমিকভাবে উচ্চ রেজুলেশন সম্পন্ন ভিডিও সহজে দেখা যাবে। লাইভস্ট্রিমিং করা যাবে আরও বিস্তৃতভাবে। গেম খেলার ক্ষেত্রে উন্মুক্ত হবে নতুন দ্বার।

এছাড়াও, চালকহীন গাড়ি, হলোগ্রাফিক ভিডিও কলসহ অন্যান্য উন্নতমানের প্রযুক্তিও ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, বিশ্বজুড়েই পরীক্ষামূলকভাবে ফাইভ জি চালু করা হচ্ছে। তবে বাণিজ্যিকভাবে এর ব্যবহার শুরু হল চলতি সপ্তাহে।

সারাবাংলা/আরএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর