Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেমরায় কলেজ ছাত্র নিহতের ঘটনায় চালক-হেলপার আটক


৫ এপ্রিল ২০১৯ ১৮:৪৯ | আপডেট: ৫ এপ্রিল ২০১৯ ২১:০০

ঢাকা: রাজধানীর ডেমরা-রামপুরা সড়কে রমজান পরিবহনের বাসচাপায় এক শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। পরে শুক্রবার (৫ এপ্রিল) বিকালে ডেমরা-রামপুরা সড়ক থেকে অবরোধ তুলে নেয় গোলাম মোস্তফা কলেজের শিক্ষার্থীরা।

ওয়ারী জোনের ডিসি ফরিদ উদ্দিন জানান, এ ঘটনায় অভিযুক্ত রমজান বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এছাড়া ডেমরা সড়কে স্পিডবেকার স্থাপনের আশ্বাস দিলে বিকেল পাঁচটার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এখন ডেমরা সড়কে যান চলাচল স্বাভাবিক।

বিজ্ঞাপন

এর আগে, দুপুর দুইটা থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার চৌরাস্তা মোড়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা।

বাসচাপায় কলেজ ছাত্র নিহত, ডেমরায় সড়ক অবরোধ

প্রসঙ্গত, শুক্রবার (৫ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ডেমরা-রামপুরা সড়কে রমজান পরিবহনের বাসচাপায় ইরাম ব্যাপারী শান্ত নামে এক শিক্ষার্থী নিহত হয়। এর জেরে মোস্তফা মাঝি এলাকায় ডেমরা-রামপুরা সড়ক অবরোধ করে গোলাম মোস্তফা কলেজের শিক্ষার্থীরা।

সারাবাংলা/এসএইচ/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর