Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতিবাজদের সঙ্গে কোনো আপস নয়: বি. চৌধুরী


৫ এপ্রিল ২০১৯ ২২:৩৭

ঢাকা: বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন। এসময় দুর্নীতিবাজদের সঙ্গে কোনো আপস নয় বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার (৫ এপ্রিল) বিকালে জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জন দল আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান।

দুর্নীতিকে উন্নয়নের বড় বাধা উল্লেখ করে যুক্তফ্রন্টের চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতি সবর্গ্রাসী ব্যাধি। দুর্নীতি বন্ধ করতে পারলে জিডিপি ২ শতাংশ বেড়ে যাবে। দুর্নীতিবাজদের সঙ্গে কোনো আপস নয়। আমি প্রধানমন্ত্রীকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।’

শিশু ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে তিনি বলেন, ‘সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং শিশু ধর্ষণ বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি, কৃষকের-শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এ সবের উন্নয়ন না হলে স্বাধীনতা অর্থহীন।’

সাম্প্রতিক উপজেলা নির্বাচনের কথা উল্লেখ করে বি. চৌধুরী বলেন, ‘মাত্র এক তৃতীয়াংশ লোক এই নির্বাচনে ভোট দিয়েছে, এটা লজ্জার কথা এবং ভয়ের কথা। নির্বাচনের প্রতি অনীহা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। এর কারণ খুঁজে বের করতে হবে। নির্বাচন কমিশন, প্রশাসন বা রাজনীতিবিদ কারা এর জন্য দায়ী।’

সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, ‘বিরোধীদলকে বিশ্বাস করতে হবে, তাদের রাজনীতি করার সুযোগ দিতে হবে। তবে বিরোধী দলকেও উশৃঙ্খলতা পরিহার করতে হবে। আগামী পাঁচ বছর আওয়ামী লীগের সরকার আছে। আশা রাখি তারা এ অবস্থা থেকে বের হয়ে আসার জন্য প্রচেষ্টা গ্রহণ করবে।’

শেখ হাসিনাকে দূরদর্শী নেত্রী আখ্যায়িত করে বিকল্পধারার প্রধান বলেন, ‘তিনি রাজনীতি বোঝেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করছেন। ঘৃণা করে কেউ বড় হয় না বা শ্রদ্ধা করে কেউ ছোট হয় না। সুতরাং দায়িত্বের রাজনীতি, শ্রদ্ধার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।’

বিজেডি চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বিএলডিপির চেয়ারম্যান নাজিমউদ্দিন আল আজাদ, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মজহারুল হক শাহ চৌধুরীম বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লা আল মেহেদী, জন দলের মহাসচিব সেলিম আহমেদ প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর