Wednesday 09 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি নির্বাচন করতে ইসি ব্যর্থ হয়নি: সিইসি


২৪ জানুয়ারি ২০১৮ ১৮:৩৬

স্পেশাল করেসপন্ডেন্ট

প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, আইনগতভাবেই নির্বাচন কমিশন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। এই দুই সিটি করপোরেশন নির্বাচন করতে আমরা ব্যর্থ হয়নি। আদালত কারো আবেদনের প্রেক্ষিতে কিছু করে থাকলে আমাদের কিছু করার নেই।

বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

একটি রাজনৈতিক দল বলেছেন ইসির ব্যর্থতার কারণে ঢাকা দুই সিটি নির্বাচন স্থগিত হয়েছে- এ প্রসঙ্গে সিইসি বলেন, আমরা নির্বাচন করতে ব্যর্থ হয়েছি- এটা ঠিক বলেনি এবং এটা ঠিক না। আইনগভাবে আমাদের দায়িত্ব দেওয়া আছে। আমরা সে দায়িত্ব অনুসারে তফষিল ঘোষণা করি। তিনি বলেন, আজ আমরা নির্বাচন ‘স্থগিতাদেশের সত্যায়িত কপি পেয়েছি। আলোচনা করে এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’

আইনি জটিলতা নিরসন না করে ইসি কেন তফসিল ঘোষণা করেছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে ইসির কাজ তিনটি- নির্বাচন করা, তফসিল ঘোষণা করা, আরেকটা হলো, নির্বাচনের কেন্দ্র ঠিক করা। অন্যদিকে কিভাবে সীমানা নির্ধারণ করা হবে, কখন নির্বাচন হবে, এগুলো ঠিক করে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগ এসব ঠিক করার পর তারা আমাদের অনুরোধ করে নির্বাচন করার জন্য। তখন আমরা স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করি।’

আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ভোটার তালিকা নিয়ে কোনো সমস্যা নেই। ভোটার তালিকা ঠিক আছে। আমরা আইন অনুযায়ী করেছিলাম।

সারাবাংলা/জিএস/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর