Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় মাদরাসা শিক্ষায় গতি ফিরেছে’


৬ এপ্রিল ২০১৯ ১৮:০৩

নারায়ণগ‌ঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলছেন, বর্তমান সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় মাদরাসা শিক্ষায় গতি ফিরেছে। শনিবার (৬ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জের আল আরাফাহ ইসলামিয়া দা‌খিল মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তি‌নি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘সরকার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি মাদরাসা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই দিচ্ছে। তাদের কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করতে আইসিটি কোর্স চালু করেছে। আওয়ামী লীগ সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করেছে। অতীতে কোনো সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নে এত কাজ করেনি।’

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী আরও বলেন, ‘দেশ স্বাধীনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন গঠন করে ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার ক্ষমতার এসে মাদরাসা শিক্ষার আধুনিকায়ন ও উন্নয়নে অবদান রেখে চলেছেন।’

মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কোনো দল নেই মন্তব্য করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘মাদক ব্যবসায়ীদের কোনো দল নেই। তারা যে দলেরই হোক না কেন, সরকার তাদের বিরুদ্ধে কঠোর হবে। মাদকনির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে।’

চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি আমির হোসে‌নের সভাপ‌তিত্বে অনুষ্ঠানে উপ‌স্থিত ছিলেন- কায়েতপাড়া ইউনিয়ন প‌রিষদের সদস্য বিউটি আক্তার কু‌ট্টি, কায়েতপাড়া ইউনিয়ন প‌রিষদের সদস্য বজলুর রহমান, আওয়ামী লীগ নেতা হা‌বিবুর রহমান হা‌বিব, আল আরাফাহ ইসলামিয়া দা‌খিল মাদ্রাসার সুপার মুফ‌তি আব্দুর রাজ্জাকসহ প্রমুখ।

বিজ্ঞাপন

এছাড়া, শনিবার (৬ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় জনকল্যাণ আদর্শ সরকারি প্রাথ‌মিক বিদ্যালয় প‌রিদর্শন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর