Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনায় শ্রেণিকক্ষের পলেস্তরা খসে পড়ে ছাত্রীর মৃত্যু


৬ এপ্রিল ২০১৯ ১৮:১৫

সংগৃহীত ও প্রতীকী ছবি

বরগুনা: বরগুনার তালতলী উপজেলায় শ্রেণিকক্ষের পলেস্তরা খসে পড়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। দুর্ঘটনায় মারা যাওয়া ওই ছাত্রীর নাম মানসুরা। আহতরা হলেন, রুমা, সাদিয়া, ইসমাইল, রোজমা ও শাহীন।

শনিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার ছোটবগী ইউনিয়নের পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, দীর্ঘ দিন থেকেই ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল।

বিজ্ঞাপন

এদিন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মানসুরার মৃত্যু হয়। রুমা, সাদিয়া, ইসমাইল, রোজমা ও শাহীনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

মানসুরার বাবার নাম নজির তালুকদার। উপজেলার গেন্ডামারা এলাকায় তিনি পরিবার নিয়ে বসবাস করেন।

পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকেরিন জাহান জানান, “অন্যান্য দিনের মতো শনিবারও তৃতীয় শ্রণিতে ক্লাশ করছিল শিক্ষার্থীরা। হঠাৎ শ্রেণিকক্ষের পলেস্তরা খসে শিক্ষার্থীদের মাথায় পড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে শিক্ষকদের সহায়তায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সে সময় কর্তব্যরত চিকিৎসক মানসুরাকে মৃত ঘোষণ করেন।”

সূত্র জানায়, ২০০২ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান সেতু এন্টারপ্রাইজ ভবনটি নির্মাণ করে। এর পরে ভবনটি আর সংস্কার করা হয়নি।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর