Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোকোর কবরের পাশে অশ্রুসিক্ত খালেদা


২৪ জানুয়ারি ২০১৮ ২০:৪৩

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেখতে দেখতে তিন বছর পেরিয়ে গেছে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়ে গুলশান কার্যালয়ে আটকে পড়া অবস্থায় প্রিয় সন্তানের মৃত্যুর খবর শুনেছিলেন খালেদা জিয়া। তবুও সেদিন রণেভঙ্গ দিয়ে বাসায় ফেরেননি তিনি। দাবি আদায়ে রাজনৈতিক কার্যালয়েই অবস্থান নিয়েছিলেন। সেখানেই শেষবারের মতো দেখেছিলেন প্রিয় সন্তান আরাফাত রহমান কোকোর মুখ।

তিন বছর পর এসে বুধবার বিকেল খালেদা জিয়া যখন বনানী কবরস্থানে প্রিয় সন্তানের কবরের পাশে পৌঁছান— তখন বিএনপির চেয়ারপারসনের চেয়েও তার বড় পরিচয় তিনি জননী।  একজন সন্তানহারা জননী!

তাই হয়তো আগে থেকেই সেখানে উপস্থিত হওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে বিদায় দিয়ে পরিবারের সদস্য ও নিকট কয়েকজন আত্মীয়-স্বজনকে নিয়ে বসে পড়লেন কোকোর কবরের পাশে।

বড় বোন সেলিনা ইসলাম, দুই ভায়ের স্ত্রী ও তাদের সন্তানদের নিয়ে প্রিয় সন্তানের কবরের পাশে আধা ঘণ্টা কোরআন তেলোয়াত ও  দোয়া-দুরুদ পাঠ করেন খালেদা জিয়া। এ সময় তাকে বার বার চোখ মুছতে দেখা যায়।

বিকেল ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ৩৫ মিনিট পর্যন্ত টানা প্রায় ১ ঘণ্টা ছেলের কবরের পাশে কাটানোর পর বাসায় ফেরেন খালেদা জিয়া। এর আগে বকশীবাজার কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ আদালতে হাজিরা শেষে বিকেল ৪টায় বাসায় ফেরেন তিনি।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই বছর ধরেই প্রিয় সন্তান আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দিনটি বিশেষ দোয়া-দুরুদ, সালাত আদায়ের মধ্য দিয়ে পার করেন খালেদা জিয়া। এবার হাজিরার দিন থাকায় সকালে উঠেই আদালতে যেতে হয়েছে তাকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর