Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার জন্য গণঅনশনে বিএনপি


৭ এপ্রিল ২০১৯ ১৩:১২

ঢাকা: কারাবন্দি খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে গণঅনশন করছে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি। রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এই কর্মসূচি শুরু হয়। চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এরই মধ্যে গণঅনশন কর্মসূচিতে উপস্থিত হয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, গোলাম আকবর খন্দকার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, আমিরুল ইসলাম খান আলিম, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মহিউদ্দীন একরামসহ অন্যরা।

গণঅনশনে আরও যোগ দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, জেসএসডির সভাপতি আ স ম আব্দুর রব, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) মহাসচিব নূর হোসাইন কাসেমী, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের মহাসচিব জুলফিকার চৌধুরী বুলবুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালনের জন্য সকাল সাড়ে ৯টা থেকে বিএনপির নেতাকর্মীরা আইইবি মিলনায়তনে আসতে শুরু করেন। সে সময় মিলনায়তনটির গেট বন্ধ ছিল। সকাল ১০টার পর কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত হলে মিলনায়তনের গেট খুলে দেওয়া হয়।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের সাজা নিয়ে গত ১৩ মাস ধরে কারাবন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে কারাগারে রেখেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় বিএনপি। নির্বাচনের আগে ধারণা করা হয়েছিল, মুক্তি পাবেন খালেদা জিয়া। কিন্তু নির্বাচনের তিন মাস পেরিয়ে গেলেও তার মুক্তির কোনো সুরাহ হচ্ছে না। বিএনপিও পারছে না খালেদা জিয়ার মুক্তির দাবিতে কঠোর কোনো কর্মসূচি দিতে। গণঅনশন, মানববন্ধন কর্মসূচিতে সীমাবদ্ধ রয়েছে তাদের তৎপরতা।

সারাবাংলা/এজেড/এটি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর