বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক
৭ এপ্রিল ২০১৯ ১৪:৪২
নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (৭ এপ্রিল ) সকালে তাদের আটক করা হয়। নওগাঁ নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, উপজেলার বালাশহীদ গ্রামের সাজেদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২০) একই উপজেলার কপালের মোড় গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রতন মিয়া (২৫)।
নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী জানান, ভোরে শরিফুল ইসলাম ও রতন মিয়া নিতপুর সীমান্তের ২৩০/৯-৫৫ এফ পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দেশটির অভ্যন্তরের কেদারী পাড়া থেকে তাদের আটক করে।
সারাবাংলা/এমএইচ