Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলেস্তরা খসে ছাত্রীর মৃত্যু, দুই সদস্যের তদন্ত কমিটি


৭ এপ্রিল ২০১৯ ১৮:২৫

ঢাকা: বরগুনার পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মানসুরার মৃত্যু ও পাঁচ জন গুরুতর আহত হওয়ার ঘটনা তদন্তে দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রোববার (৭ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির গঠনের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বরগুনার তালতলীতে শ্রেণিকক্ষের পলেস্তারা ধসে পড়ে ছাত্রী নিহতের ঘটনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। একইসঙ্গে এই ঘটনা তদন্ত করে প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) মো. সাবের হোসেন ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-১) মো. মাহবুবুর রশীদ।

 কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথাও বলা হয়েছে।

উল্লেখ্য, শনিবার (৬ এপ্রিল) সকালে বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের পলেস্তরা খসে পড়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। দুর্ঘটনায় মারা যাওয়া ওই ছাত্রীর নাম মানসুরা। আহতরা হলেন, রুমা, সাদিয়া, ইসমাইল, রোজমা ও শাহীন। এলাকাবাসীর দাবি, দীর্ঘ দিন থেকেই ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল।

এদিকে এই ঘটনায় রোববার (৭ এপ্রিল) মৃত ছাত্রীর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্ট বিভাগে রিট দায়ের করা হয়েছে। হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব রিটটি দায়ের করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি

তদন্ত কমিটি

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর