এবি ব্যাংকের টাকা আত্মসাৎ: ৬ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
৭ এপ্রিল ২০১৯ ১৮:৫৭
ঢাকা: এবি ব্যাংক লিমিটেড কাকরাইল শাখা থেকে ৩৬ কোটি ৬৭ লাখ ২৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বিটস ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তসলিম আহমেদসহ ছয় জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৭ এপ্রিল) বিকেলে দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: এবি ব্যাংকের ৬ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ
অভিযুক্ত ছয় জন হলেন, বিটস ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসলিম আহমেদ, পরিচালক মিসেস শামীমা আহমেদ, ফেয়ার ট্রেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জসিম আহম্মেদ, এবি ব্যাংক কাকরাইল শাখার সাবেক সিনিয়র অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. ছাইফুল ইসলাম খান (বর্তমানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ক্রেডিট, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মনিটরিং প্রধান কার্যালয়), সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আল আমিন মিয়া ও সাবেক এস এ ভি পি ও ইনচার্জ-ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন মনিটরিংয়ের মো. আজাদ হোসেন।
প্রণব ভট্টাচার্য আরও জানান, দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক ও উপসহকারী পরিচালক মো. সহিদুর রহমান তদন্ত করে এই দুর্নীতির প্রমাণ পেয়েছেন। এরই ধারবাহিকতায় কমিশন আজ মামলার অনুমোদন দিয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ের মধ্যে আসামিরা পরস্পর যোগসাজশে ও ক্ষমতার অপব্যবহার করে এবি ব্যাংকের কাকারাইল শাখায় হিসাব খোলার আগে ব্যাংকের প্রধান কার্যালয়ে ঋণ প্রস্তাব করে। অন্যদিকে সিআইবি ক্লিন রিপোর্ট না থাকা সত্ত্বেও ঋণ প্রস্তাব প্রেরণ করা, কম মূল্য মানের জমি বা ভবন মর্টগেজ নেয়াও, পর্যাপ্ত মর্টগেজ না নেওয়া, ভবন নির্মাণের ঋণ নিয়ে ভবন নির্মাণ না হওয়া সত্ত্বেও ঋণ বিতরণ করা, ঋণ যে কাজে নেওয়া হয়েছে সেই কাজে ব্যবহার না করা, ব্যাক টু ব্যাক এলসির মালামাল সঠিক সময়ে রফতানি না করা, মঞ্জুরি পত্রের শর্ত যথাযথভাবে পালন না করে ঋণ বিতরণ করা, ঋণ সমূহ অসৎ উদ্দেশ্যে ওডি, টাইম লোন, টার্ম লোনে রূপান্তরের পদক্ষেপ নেওয়া এবং যথাযথভাবে তদারকি না করে ঋণ দেওয়া হয়েছে। যার মাধ্যমে সুদসহ ব্যাংকের ৩৬ কোটি ৬৭ লাখ ২৩ হাজার ৬৩৯ টাকা আত্মসাৎ করা হয়েছে। শিগগিরই অর্থ আত্মসাতের দায়ে আসামিদের বিরুদ্ধে কমিশন মামলা দায়ের করবে বলে জানা গেছে।
সারাবাংলা/এসজে/এমআই