Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসটিআইয়ের অভিযানে অবৈধ খাবার পানির উৎপাদন প্রতিষ্ঠান বন্ধ


৭ এপ্রিল ২০১৯ ২০:০৫

ঢাকা: বিশুদ্ধ খাবার পানির উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে অভিযান শুরু করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনিস্টিটিউশন (বিএসটিআই)। রোবাবর (৭ এপ্রিল) রাজধানীর রায়ের বাজার, বছিলা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি খাবার পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ ও প্রায় ১২ শ পানির জার ধ্বংস করেছে বিএসটিআই।

বিএসটিআই থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বিএসটিআই, ঢাকা-এর উদ্যোগে উপপরিচালক (সিএম) মো. রুহুল আমিনের নেতৃত্বে ঢাকা মহানগরীর রায়ের বাজার, বছিলা ও মোহাম্মদপুর এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআই আইন-২০১৮ অমান্য করে লাইসেন্স ছাড়াই খাবার পানি বাজারজাত করায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এর মূল গেট সংলগ্ন ‘মালেক ড্রিংকিং ওয়াটার’ নামে অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করে পানি উত্তোলন ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া বিভিন্ন হোটেল, চায়ের দোকান ও অন্যান্য দোকানপাটে বিক্রির জন্য রাখা পানি ও রাস্তায় পানি সরবরাহকারী ভ্যান-পিকআপ থেকে প্রায় ১২ শ নোংরা ও জীর্ণ জার ধ্বংস করা হয়।

বিএসটিআইয়ের বার্তায় আরও জানানো হয়, মোহাম্মদপুর থানা এই অভিযান পরিচালনায় সহযোগিতা করেছে।

সারাবাংলা/জেআইএল/এমআই

বিএসটিআই

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর