Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে চাঁদাবাজির সময় ৫ ইউপিডিএফ কর্মী আটক


৭ এপ্রিল ২০১৯ ২১:১৬

রাঙ্গামাটি: রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলীবিলে চাঁদাবাজি করার সময় অস্ত্রসহ পাঁচ ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) কর্মীকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (৬ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে এই পাঁচজনকে আটক করা হয়। রোববার (৭ এপ্রিল) বিকেলে সেনাবাহিনীর লংগদু জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আটকরা হলেন, সরল চাকমা (৪০), মঙ্গল কান্তি চাকমা (৩৫), পূর্ণদেব চাকমা (৩৫), নেশন চাকমা (১৯) ও নরেশ চাকমা (১৮)। এরা সবাই লংগদু উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক পাঁচ ইউপিডিএফ কর্মী দীর্ঘদিন ধরেই উপজেলার কাট্টলী বিলে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। কখনও জেলেরা চাঁদা দিতে দেরি করলে তাদের মারধর করা হতো। সবশেষ শনিবার রাতে আবারও চাঁদা আদায় করতে কাট্টলী বিলে নৌকা নিয়ে নামে তারা। খবর পেয়ে লংগদু জোনের একটি দল অভিযান চালায়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলিও ছোঁড়া হয়। সেনাবাহিনী পাল্টা গুলি চালালে দুইজন আহত হয় এবং সন্ত্রাসী দলের পাঁচজনকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে একটি এসএমজি, একটি এলজি পিস্তল, তিনটি গাদা বন্দুক, গুলি, ম্যাগাজিন ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, ‘আমরা শুনেছি সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে কাট্টলী বিলে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছে। তবে কয়জনকে আটক করা হয়েছে সে বিষয়ে এখনও (সন্ধ্যা ৬টা) আমাদেরকে কিছু জানানো হয়নি। পুলিশের কাছে হস্তান্তর করলে তবেই বাকী তথ্য জানানো যাবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

ইউপিডিএফ সেনাবাহিনী

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর