কর্ণফুলীতে নৌকাডুবি: নিখোঁজ ৪
৭ এপ্রিল ২০১৯ ২১:৪৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে যাত্রীবোঝাই ইঞ্জিনচালিত একটি নৌকাডুবির ঘটনায় অন্তত চারজন নিখোঁজ রয়েছেন। ওই নৌকায় থাকা আরও আটজন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করেছেন।
রোববার (০৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহেদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার কাজ চালাচ্ছে।
সন্ধ্যায় নৌকাটি কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ১৩ নম্বর ঘাট থেকে নগরীর সল্টগোলার উদ্দেশে ছেড়ে যায় বলে সারাবাংলাকে জানিয়েছেন চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।
ঘটনাস্থলে থাকা সিনিয়র স্টেশন অফিসার জাহেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, নৌকাটি মাঝনদীতে আসার পর ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। নৌকায় মাঝিমাল্লাসহ ১২ জন ছিলেন। নদীতে ভাসমান অন্যান্য নৌকা এসে সেখান থেকে আটজনকে উদ্ধার করেছে। বাকি চারজন এখনও নিখোঁজ বলে জানিয়েছেন উদ্ধার হওয়া যাত্রীরা।
চারজনের মধ্যে দু’জনের নাম-পরিচয় জানাতে পেরেছেন যাত্রীরা। এরা হলেন- মো.হানিফ (৩৫) ও আকবর (৪০)। তাদের বাড়িও ডাঙ্গারচর এলাকায়।
বাকি দু’জন যাত্রীকে অন্যরা চিনেন না বলে জানিয়েছেন জাহেদুল ইসলাম।
সারাবাংলা/আরডি/এসবি/এসএমএন