Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সচিবালয়ের ১ নম্বর ভবন ঝুঁকিপূর্ণ’


৮ এপ্রিল ২০১৯ ১৫:৫২

ঢাকা: মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় অবস্থিত সচিবালয়ের এক নম্বর ভবন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সচিবালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে শিগগিরই সব বিভাগের সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ বৈঠকে বসবে বলেও জানান তিনি।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান সচিব।

এর আগে সকাল ১০ টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

আরো পড়ুন: ৩ মাসে মন্ত্রিসভায় ৩৬ সিদ্ধান্ত, বাস্তবায়ন দুই-তৃতীয়াংশ

সচিবালয়ের ভেতরে আগুন বা ভূমিকম্প ঝুঁকিতে কোনো ভবন আছে কিনা, তা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সচিবালয়ের ১নং ভবন ঝুঁকিপূর্ণ। যে কারণে প্রধানমন্ত্রী এখানে আসেন না। মন্ত্রিসভার বৈঠকও এখানে হয় না। তবে শিগগিরই সচিবালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে সব বিভাগের সঙ্গে  আলোচনায় বসে সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এ বৈঠকের আয়োজন করবে।’

সচিবালয়ের ভতরে মসজিদের পাশে একটি ২০ তলা ভবন নির্মাণ করা হবে বলেও এসময় জানানো হয়।

বৈঠকে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। এ তিন মাসে বৈঠক হয়েছে পাঁচটি। গৃহিত সিদ্ধান্ত ৩৬টি। বাস্তবায়িত সিদ্ধান্ত ২৪টি। এ সময় অনুমোদিত পাঁচটি আইন সংসদে পাস হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এসএমএন

ঝুঁকিপূর্ণ মন্ত্রিপরিষদের বৈঠক সচিবালয় সচিবালয়ের ভবন সংস্কার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর