প্রধান তথ্য কর্মকর্তা হলেন জয়নাল আবেদীন
৮ এপ্রিল ২০১৯ ১৭:৫৪
ঢাকা: প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিযোগ পেয়েছেন মো. জয়নাল আবেদীন। তিনি এতোদিন রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের প্রেস সচিব হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (৮ এপ্রিল) তথ্য মন্ত্রণালয়ের তথ্য ও গণযোগাযোগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব রুজিনা সুলতানার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভার সুপারিশ মোকাবেক বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা মো. জয়নাল আবেদীনকে প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে পদোন্নতি দিয়ে তথ্য অধিদফতরে পদায়ন করা হলো।
এর আগে প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বে ছিলেন বেগম কামরুন নাহার। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেলে শূন্য হয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই পদটি।
সারাবাংলা/এসএমএন