Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকাশে ইঞ্জিন বিকল হয়ে চট্টগ্রামে ‘ময়ূরপঙ্খী’র জরুরি অবতরণ


৮ এপ্রিল ২০১৯ ১৯:২৪

চট্টগ্রাম ব্যুরো: সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের পর ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ওই বিমানের যাত্রী এবং ক্রুসহ ১০৮ জনের সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সোমবার (০৮ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে ময়ূরপঙ্খী বিমানটি চট্টগ্রামে জরুরি অবতরণ করে।

বিমাবন্দরে দায়িত্বরত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কাজী খায়রুল কবির সারাবাংলাকে বলেন, ‘সিঙ্গাপুর থেকে ১০০ জন যাত্রী ও ৮ জন ক্রু নিয়ে ময়ূরপঙ্খী বিমানটি রওনা দিয়েছিল। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি অবতরণের কথা ছিল। কিন্তু উড্ডয়নের পর বিমানটির দু’টি ইঞ্জিনের মধ্যে একটির শাট ডাউন হয়। এরপর সেটি জরুরিভাবে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে।’

যান্ত্রিক ত্রুটিতে চট্টগ্রামে বিমানের জরুরি অবতরণ

এদিকে দুর্ঘটনার আশঙ্কায় বিমানবন্দরে অগ্নি নির্বাপক দল প্রস্তুত রাখা হয়। বিমানবন্দরে অ্যালার্টও জারি করা হয়।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক জসিম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে আমাদের তিনটি গাড়ি পাঠানো হয়েছিল। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি। বিমানটি নিরাপদে অবতরণ করেছে।’

কাজী খায়রুল কবির জানিয়েছেন, উড়োজাহাজটির ইঞ্জিন মেরামত করা হবে। এর আগে যাত্রীদের অন্য বিমানে ঢাকায় পাঠানো হবে কি-না সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

সারাবাংলা/আরডি/এসএমএন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ময়ূরপঙ্খী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর