Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যান্ত্রিক ত্রুটিতে চট্টগ্রামে বিমানের জরুরি অবতরণ


৮ এপ্রিল ২০১৯ ১৮:২৩ | আপডেট: ৮ এপ্রিল ২০১৯ ১৯:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে। ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সোমবার (৮ এপ্রিল) বিকেলে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির করণেই জরুরি অবতরণ করেছে একটি ফ্লাইট। যাত্রীরা সবাই নিরাপদে আছেন। বিমানবন্দরে আছেন। কী ত্রুটি হয়েছে, সেটা শনাক্ত করার চেষ্টা চলছে। যদি দ্রুততম সময়ে বিমানটি মেরামত করা সম্ভব না হয়, তাহলে আরেকটি এয়ারক্রাফট পাঠিয়ে যাত্রীদের ঢাকায় আনা হবে।

সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা ফ্লাইটটির ঢাকায় আসার কথা ছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএ/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর