Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট


৮ এপ্রিল ২০১৯ ২০:৩৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজান তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চারটি গাড়ি।

সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ আসে নগরীর আগ্রাবাদে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন সারাবাংলাকে জানিয়েছেন, রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন থেকে দু’টি এবং কাপ্তাই ও নগরীর কালুরঘাট ফায়ার স্টেশন থেকে চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে।

তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার পর রাঙ্গুনিয়াসহ আশপাশের উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জসিম উদ্দিন।

সারাবাংলা/আরডি/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর