Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবরারের জন্য ১০ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ বহাল


৯ এপ্রিল ২০১৯ ১০:৩৯

২০১৮ সালের আগস্ট মাসে ‘নিরাপদ সড়ক চাই’ ফ্রেম ব্যবহার করে ফেসবুকে এই প্রোফাইল ছবিটি দিয়েছিলেন আবরার।

ঢাকা: রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সুপ্রভাত পরিবহনকে এই ক্ষতিপূরণ দিতে হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে, রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর ঘটনায় সুপ্রভাত পরিবহনকে আবরারের পরিবারের কাছে এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে আবরারের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

গত ২০ মার্চ বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার আশরাফ রহমান।

পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষ। আজ (মঙ্গলবার) ওই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ ক্ষতিপূরণের আদেশ বহাল রাখলেন।

আবরারের দুর্ঘটনার বিষয়টি আদালতের নজরে আনেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে আদালত তাকে লিখিত আবেদন আকারে কোর্টে আসার নির্দেশনা দিলে তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন।
সে রিটের শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ ছাড়াও রুল জারি করেন। রুলে সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থায় অব্যাহত ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/টিআর

১০ লাখ টাকা ক্ষতিপূরণ আবরার আহমেদ চৌধুরী ক্ষতিপূরণ সুপ্রভাত পরিবহন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর