হাজারীবাগ থেকে ডাকাত দলের ৫ সদস্য আটক
৯ এপ্রিল ২০১৯ ১৭:০৪
ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে র্যাব-২ এর সদস্যরা। এ সময় ডাকাতি করা একটি গাড়ি, একটি ওয়ান শুটারগান, রাম-দা, চাপাতি, চাইনিজ কুড়াল, ৬টি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে শিকদার মেডিকেল কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন, লিটন (৩৫), রিপন (৪২), ইমাম (৪৭), আনসার আলী (৪৮) ও মনির (৪৫)।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দীন ফারুকী সারাবাংলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আমাদের কাছে গোপন সংবাদ ছিল, শিকদার মেডিকেল কলেজ এলাকায় ডাকাত দলের কয়েকজন সদস্য অবস্থান করছে।
হাজারীবাগ থানায় তাদের বিরুদ্ধে গাড়ি ডাকাতির অভিযোগ একটি মামলা রয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে, বলেন মহিউদ্দীন।
সারাবাংলা/ইউজে/এসএইচ/এটি