হাওড়ে ধান কাটার সময় বজ্রপাত, ৩ কৃষকের মৃত্যু
৯ এপ্রিল ২০১৯ ১৮:০১
সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ধুপড়িয়া হাওড়ে এ ঘটনা ঘটেছে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে প্রাণ হারানো তিন জন হলেন— তেরাকুড়ি গ্রামের তজম্মুল আলীর ছেলে জিতু মিয়া (৩৮), গোলাগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামেন মসকন্দর আলীর ছেলে রাজন মিয়া (২৮) ও একই গ্রামের আনোয়ার হোসেন (৩০)।
উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান জিলু মিয়া জানিয়েছেন, ঝড় থামার পর হাওড়ের পাশের গ্রামের লোকজন গিয়ে তিন কৃষকের মরদেহ উদ্ধার করে। তাদের প্রত্যেকের পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৫ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।
ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ধুপড়িয়া হাওড়ে ধান কাটার সময় বৃষ্টি শুরু হয়। এসময় প্রচুর বজ্রপাত হচ্ছিল। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেছে।
সারাবাংলা/এমএইচ