বরগুনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
৯ এপ্রিল ২০১৯ ১৮:৫১
বরগুনা: বরগুনায় স্ত্রী হত্যার মামলায় মো. নুরুজ্জামান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় নুরুজ্জামানের মা ও ভাইকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। ট্রাইব্যুনাল মোট ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. নুরুজ্জামান পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সতকর গ্রামের আবদুল হামিদ দর্জির ছেলে। দণ্ডপ্রাপ্ত অন্য দুই জন হলেন– মো. রিয়াজ ও মোসা. আরবজান।
আদালত সূত্র জানায়, যৌতুকের দাবিতে ২০১০ সালের ১৯ আগস্ট স্ত্রী নাদিরা আকতারকে গলাটিপে হত্যা করে মো. নুরুজ্জামান। আর তার এ কাজে সাহায্য করেন তার মা ও ভাই। এ ঘটনায় ২০১০ সালের ২৫ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন নাদিরার বাবা মো. রস্তম আলী। ১৭ জনের সাক্ষ্য নিয়ে আদালত আজ এ মামলার রায় ঘোষণা করেন।
রায়ের ব্যাপারে রুস্তম আলী বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি। আমার মেয়ের হত্যাকারীদের বিচার হয়েছে।’
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন তোফাজ্জাল হোসেন তালুকদার।
আসামি নুরুজ্জামান বলেন, ‘রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।’
সারাবাংলা/এমএইচ